ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১০:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ট্রাম্প সমর্থকদের তাণ্ডব কংগ্রেসের আইনসভা বা ক্যাপিটল ভবনের

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 7, 2021 - 10:35 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 52 বার

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কংগ্রেসের আইনসভা বা ক্যাপিটল ভবনের সামনে ট্রাম্প সমর্থক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ নিয়ে ক্যাপিটল ভবনে লকডাউন জারি করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষের কারণে ওয়াশিংটন ডিসির মেয়র স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারির নির্দেশ দিয়েছেন।

সিএনএনের এক কর্মী জানান, তিনি ওই ভবন থেকে বের হতে পারছেন না। কেননা পুলিশ জানিয়েছে, ভবনটি এখন লকডাউনের আওতায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের কিছু সমর্থক ক্যাপিটল ভবনে প্রবেশ করেছে। এ ছাড়া অনেক সমর্থক ক্যাপিটল ভবনের দরজা-জানালা ভেঙে দিয়েছে।

এ নিয়ে আইনপ্রণেতাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে অনেক আইনপ্রণেতা টুইট বার্তায় জানিয়েছেন, তারা ক্যাপিটল ভবনের ভেতরে নিরাপদে আছেন।

৬ জানুয়ারি বুধবার ক্যাপিটল ভবনে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের যৌথ অধিবেশন বসে। এতেই হানা দেয় ট্রাম্প সমর্থকেরা।