যৌথ অধিবেশন স্থগিত ওয়াশিংটনে কারফিউ জারি
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় সময় ৬ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৭ জানুয়ারি বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। এই ঘটনায় স্থগিত করা হয়েছে সিনেটের যৌথ অধিবেশন।
ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বওসার এক সরকারি বিজ্ঞপ্তিতে বলেন, কারফিউয়ের সময় মেয়রের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি শহরের কোথাও হাঁটাচলা, দৌড়ানো, দাঁড়ানো, ঘুরে বেড়ানো, গাড়িতে বা অন্য যানবাহনে ভ্রমণ করতে পারবেন না।
তবে জরুরি সেবায় নিয়োজিত থাকা নাগরিক এবং গণমাধ্যমকর্মীরা এই নির্দেশনার বাইরে থাকবেন। তারা তাদের নিজ নিজ কর্মস্থলে যাওয়া-আসা করতে পারবেন।
এদিকে যেকোনো প্রকার নাশকতা রুখতে শহরজুড়ে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।