ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৮:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ী পৌর এলাকার ৫নং ওয়ার্ডে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 7, 2021 - 3:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 80 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার ৫নং ওয়ার্ডে বায়তুল আমান নামে একটি জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

ফুলবাড়ী পৌর ৫নং ওয়ার্ডের মধ্য গৌড়ীপাড়া( সবাইকেল ঘর এর পছনে) জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম সুফি সাহেব হুজুর ( রহ) মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওঃ ওমর ফারুক,মাওঃ মিজানুর রহমান,হাফেজ আবদুল রহিম, ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মমতাজুর রহমান পারভেজ,ফুলবাড়ী স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি ও পৌর হাট ইজারাদার মানিক মন্ডল,
সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক মোস্তাকিম,স্থানীয় আলী হোসেন,ইমাম হাসান মোনাজ, শাহ্ সুলতান,আব্দুল হালিম, আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মসজিদ কমিটির সদস্যরা জানান এলাকার লোকজনের সহযোগিতায় এই মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। দুই তলা বিশিষ্ট ২৫০০ স্কয়ার ফুট মসজিদটিতে ব্যায় হবে প্রায় ৫০লক্ষ টাকা।মসজিদটি নির্মাণে সকলের সহযোগিতা কামনা করেছেন মসজিদ কমিটি।