মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রনে বাইডেনের হাতে
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ জর্জিয়া অঙ্গরাজ্যের দুটি আসনে জয়লাভের পর মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের দল।
রিপাবলিকান প্রার্থী কেলি লফলার ও ডেভিড পের্ডুকে হারিয়ে ডেমোক্র্যাট দলীয় রাফায়েল ও ওয়ার্নক আর জোন ওসোফ জয়লাভ করেন। জর্জিয়ায় প্রায় ৪০ লাখ ভোটার ভোট দেন।
২০০৯ সালের পর এবারই কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। এই ফল ছিটকে পড়া রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর আরও একটি বড় ধাক্কা।
ব্যাপ্টিস্ট প্যাস্টর ওয়ার্নক জর্জিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর। তিনি মার্কিন ইতিহাসে ১১তম কৃষ্ণাঙ্গ সিনেট সদস্য।
জয়লাভের পর ওয়ার্নক তার মা ভেরলেনেকে শ্রদ্ধা জানান, যিনি কিশোরকাল থেকেই খামার শ্রমিক হিসেবে কাজ করেন।
গত ৩ নভেম্বর নির্বাচনে এই চার প্রার্থীর মধ্যে কেউ সংখ্যাগরিষ্ঠ ভোট (৫০ শতাংশ) পাননি। ফলে রাজ্যের নিয়ম অনুসারে এই অঙ্গরাজ্যে পুনরায় ভোট হয়।
মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টিকে দুটি আসনেই জয় দরকার ছিল।
আর বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে একটি আসনে জিতলেই চলতো।