বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ড্রাইভারের মৃত্যু
আজিজুল ইসলামঃ কুস্টিয়া বিসিক শিল্পনগরী বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ড্রাইভার মোহাম্মদ আলী (৪৩) এর মৃত্যু। মোহাম্মদ আলীর ছেলে শাকিল হোসেন জানান, আমার বাবা বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ঢাকা অফিসে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।
গত বুধবার দুপুরে তিনি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর গেস্ট নিয়ে কুষ্টিয়া অফিসে আসে। আজ ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়। এরপর জোহরের আজানের পর বিআরবি অফিস থেকে ফোন করে আমাদের হাসপাতালে আসতে বলে। হাসপাতালে এসে আমার বাবার লাশ দেখতে পায়। বাবা ১৬ বছর ধরে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চাকুরি করেন।
মোহাম্মদ আলীর ভাগ্নে রানা জানান, আমার মামা গাড়ি ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মোহাম্মদ আলী কুষ্টিয়া পূর্ব মিলপাড়া এলাকার মৃত সৈয়দ আলী মন্ডলের ছেলে।
বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর জিএম অপারেশন আসাদ উল্লাহ আহমেদ জানান, আজ দুপুর আনুমানিক ১ টার দিকে আমাদের ঢাকা অফিসে ড্রাইভার মোহম্মদ আলীর এই দূর্ঘটনার খবর শুনতে পাই। ঘটনাস্থলের ছবি দেখে বোঝা যাচ্ছে সে অজু করতে গিয়ে স্টক করে গরম পাইপের উপর পড়ে যায়। পরে সেখান থেকে হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি গাড়ি ধোয়ার কথা অস্বীকার করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মোহাম্মদ আলীর হাতে পোড়া দাগ রয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট এলে বোঝা যাবে তিনি কিভাবে মারা গেছেন।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নিশিকান্ত সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।