এতিম অসহায় ছাত্রদের মাঝে শীত বস্ত্র বিতরন
সিনিয়র স্টাফ রিপোর্টার ঃঃ মোঃ শহিদুল ইসলাম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ ৭ জানুয়ারী বৃহষ্পতিবার বিকাল ৪টায় কদম
মোবারক জামে মসজিদ প্রাঙ্গণে নগরীর মোমিন রোডস্থ কদম মোবারক মুসলিম এতিমখানার শিক্ষার্থী ছাত্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় সংগঠনের সভাপতি অধ্যাপক এড. কামরুন নাহার বেগমের সভাপতিত্বে ও পৃষ্ঠপোষকতায় এতিমখানার শতাধিক ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে অধ্যাপক এড. কামরুন নাহার বেগম বলেন, মানুষ মানুষের
জন্য। সকলের সাধ্যমত ও সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এসময় তিনি আরো বলেন, এতিম শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া মানবিক দায়িত্ব। শীতবস্ত্র বিতরণকালে এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: আবুল বশর, যুগ্ম সাধারণ সম্পাদক স.ম জিয়াউর রহমান,প্রচার সম্পাদক সাজেদা বেগম সাজু, সমাজ কল্যাণ সম্পাদক মো: হাসান মুরাদ, হাফেজ মো: আবুল কাশেম, মাওলানা মো: নুরুল ইসলাম, মাওলানা নুরুল করিম। শীতবস্ত্র বিতরণ শেষে বতর্মান সরকারের ১
যুগপূর্তি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো: আবুল কাশেম।