ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১১:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

অবশেষে বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তরে সম্মত হলেন ট্রাম্প

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 7, 2021 - 9:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 50 বার

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ অবশেষে নানা চড়াই-উৎরাই পেরিয়ে জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে যৌথ অধিবেশনে স্বীকৃতি দেয় মার্কিন কংগ্রেস। আগামী ২০ জানুয়ারি তার শপথ নেয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না।

বিবিসি ও বার্তা সংস্থা এএফপির এ খবর জানিয়েছে। এছাড়া স্বেচ্ছায় হোয়াইট হাউস ছাড়ার সরাসরি ঘোষণা দেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, জো বাইডেনের কাছে সুশৃঙ্খলভাবেই ক্ষমতা হস্তান্তর করা হবে। নির্বাচনের ফল নিয়ে যদিও আমার সম্পূর্ণ দ্বিমত রয়েছে এবং ঘটনাবলীও আমাকে সমর্থন করছে; তথাপি আগামী ২০ জানুয়ারি সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।

কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়ার পর এক বিবৃতিতে তিনি এমন দাবি করেন।

২০২৪ সালের নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হওয়ার আভাস দিয়ে তিনি বলেন, প্রেসিডেনশিয়াল ইতিহাসে প্রথম মেয়াদের অবসানেরই প্রতিনিধিত্ব করছে; তবে ‘আমেরিকাকে ফের মহান করার’ লড়াইয়ের এটা কেবল শুরু।

আমাকে ত্রটা বলতে I must called  today’s violence what it actually is>a failed attempt at a coup.We are witnessing one of the darkest days in American history.I am proud of American citizen. This will of the American people will be carried out with history.One country, one constitution, one destiny. Violent do not win & freedom win it called United state.