ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

৮ জানুয়ারি বিদায় নতুন রাষ্ট্রদূত শহীদুল ইসলাম আসছেন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 7, 2021 - 9:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বিদায় নিয়েছেন। নতুন রাষ্ট্রদূত শহীদুল ইসলাম আসছেন আগামী ৮ জানুয়ারি। 

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ জানান, প্রায় সাড়ে ছয় বছর দায়িত্ব পালন শেষে রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন গত ৫ জানুয়ারি ঢাকার উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেন। ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ার্স ফেরদৌসী শাহরিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং তার স্ত্রী ইয়াসমীন জিয়াউদ্দিনকে ওয়াশিংটনের ডুলাস এয়ারপোর্টে বিদায় জানান। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা এবং কর্মচারী উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়েজুননেসা।

নতুন রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম আগামী ৮ জানুয়ারি আমেরিকায় আসছেন। উল্লেখ্য, এর আগেও তিনি ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন করেন।