হাটহাজারী পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে শীতার্ত মাঝে কম্বল বিতরণ।
সুমন পল্লব, হাটহাজারী, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে শীতার্ত মাঝে কম্বল বিতরণ করা হয়।
শুক্রবার( ৮জানুয়ারী)সকাল ১০টায় আলী মমতাজ শপিং কমপ্লেক্সের সামনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সোলায়মান সওদাগরের সভাপতিত্বে এবং পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেনের সঞ্চালনা করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য মাহমুদ সালাহ্উদ্দীন চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম জাকির হোসেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি বাবু কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী পৌরসভা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মুসলেম উদ্দিন মাসুদ, হাটহাজারী পৌরসভা আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাইনুদ্দিন সুমন, যুবলীগ নেতা খালেদ, বাবু, লোকমান হোসেন রণি, উপজেলা ছাত্রলীগ নেতা ওয়াহিদ রিয়াদ, আসিফ আলম, তানভীর হোসেন, মিজান তালুকদার প্রমুখ।