কবিতা”” ছকে বাঁধা স্বপ্ন /সুখ””
রাজলক্ষ্মী মৌসুমী-
তুমি, আমি, তোমরা, একি ফ্রেমে বাঁধা ।
তুমি বিশ্বাস করবে কিনা জানিনা।
যে ছক অন্তরালে চক্রের ধাঁধাঁয় আমাদেরকে নিয়ে খেলা করে——-
তার বশেই নিজেকে হারিয়ে ফেলি বার বার।
নিকষ অন্ধকারে সুখ দুঃখের রূপার কাঠি, সোনার কাঠি বুলিয়ে দেয়
তোমার আমার হৃদয়াঙ্গনে।
কিন্তু দেখো, বেলুনের মতো জীবন নিয়ে কত না সুখ- স্বপ্নের জাল বুনে আনন্দে ডুবে থাকি।
অন্যের সুখে নিজের সুখ পেতে বড় সাধ জাগে।
কিন্তু সুখ ও স্বপ্ন দুটোই তোমার আমার চা-ই চাই।
নিমিষে শেষ হয়ে যাবে সব ভুলে থাকি তখন।
যখন নিজের স্বপ্নগুলোকে ঢালাও করে সাজিয়ে রাখো মনঘরে তখনি
পিছু পিছু ধাওয়া করে বেড়ায় মনের অজান্তে বিষাদের ছায়া।
আর সুখ সেতো ক্ষণিকের জন্য আসে জীবনে।
স্বপ্ন অনুভবের পায়রাগুলো আমার মনের দোলনায় দোল খায়। আর——-
সুখনিদ্রা হৃদয়কোটরে বাসা বাঁধে, মনের অগোচরে ক্ষনিকের তরে।
আমার ছোট ছোট অনুভবের সুখগুলো ভাইবোনের মতো শীতের পরশে জুড়িয়ে দেয় মনপ্রাণ।
হয়তো বা তোমার সুখ বাস্তব আর আমার স্বপ্ন শুধুই অনুভবের রঙ্গিন দর্পন।।