ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৭:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভাবখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছেন সাংবাদিক আরিফ রববানী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 9, 2021 - 1:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 117 বার

ষ্টাফ রিপোর্টারঃ ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের তীব্র কুয়াশা মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে।

ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী এলাকায় গরীব-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন ইউনিয়নের সাবেক ছাত্রনেতা বঙ্গবন্ধু সৈনিক ময়মনসিংহ জেলা শাখার অন্যতম সদস্য ও ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক আরিফ রববানী । বৃহস্পতিবার রাতে ভাবখালী ছাউতুল কুরআন আল আওরাবিয়া নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা অধ্যয়নরত গরীব ও এতিম দুস্থ-শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম। সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সার্বিক সহযোগিতায় এই কম্বল বিতরন করেন তিনি।

মাদরাসার তালেবে ইলমদের নিয়ে জাতির জনকের কন্যা, সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা,জেলা প্রশাসক মিজানুর রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সুস্থতা ও সুস্বাস্থ্যের জন্য বিশেষ মোনাজাতেও অংশগ্রহণ করেন তরুণ রাজনীতিবিদ ও সাবেক ছাত্রলীগ নেতা আরিফ রববানী । পরে এলাকায় দুস্থদের মাঝে কম্বল বিতর্কের করেন তিনি।

এ সময় ছাত্রনেতা আরিফ রববানী বলেন, আমি আপনাদেরই সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে শীত বস্ত্র বিতরণ করছি। আপনাদের সন্তান হিসাবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান তিনি।