ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৭:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

গোঁড়াই মমিন নগরে ফিরোজ হায়দারের দুই ইটভাঁটায় ৪ লক্ষ টাকা জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 9, 2021 - 4:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 230 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোঁড়াই ইউনিয়নে মমিন নগরে ফিরোজ হায়দার খানের ২ ইটভাঁটায় মেসাস ফিরোজ ব্রিকস ম্যানুফ্যাকচারাস ও আদর আপন ব্রিকস নামের ২ টি ইট ভাঁটার প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে ২ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ জানুয়ারী) উপজেলার গোঁড়াই ইউনিয়নের মমিননগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জুবায়ের হোসেন।

জানাযায়, উপজেলার গোঁড়াই ইউনিয়নের মমিননগর এলাকায় মেসাস ফিরোজ ব্রিকস ম্যানুফ্যাকচারাস ও আদর আপন ব্রিকস নামের ২ টি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্ট ঐ ২ ইট ভাটার প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তারা কোন প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি মোবাইল কোর্টকে। ইট পোড়ানোর ছাড়পত্র ও ইটভাঁটা অনুমোদিতহীন হওয়ায় ভ্রাম্যমাণ আদালত মেসাস ফিরোজ ব্রিকস ও আদর আপন ব্রিকস নামের ২ টি ইট ভাটার মালিক প্রোপাইটরঃ মো.ফিরোজ হায়দার খান কে ৪ লক্ষ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মো. জুবায়ের হোসেন বলেন, ফিরোজ ব্রিকস ও আদর আপন ব্রিকস এই ২ টি ইটভাঁটায় ইট পোড়ানোর কোন ছাড়পত্র নাই, অনুমোদিতহীন কোন ইটভাঁটা চলতে দেওয়া হবে না। তাই মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।জনস্বার্থে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।