কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদীকা সৈয়দা নুরন্নাহার লাভলীর স্বরনে, দোয়া মাহফিল
মাহমুদুর রহমান (তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদীকা ও প্রয়াত চাটার্ড প্রেসিডেন্ট সৈয়দা নুরন্নাহার লাভলীর স্বরনে এক বিশেষ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে রোটারী ক্লাব অফ আনন্দধারার ঢাকা-বাংলাদেশ এর উদ্যোগে ফরিদপুরের ভাঙ্গায় প্রয়াতের নিজ গ্রামে ঐতিহ্য বাড়ি শাহ-সাহেব বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঐতিহ্য বাড়ি শাহ-সাহেব মসজিদে দোয়া ও মিলাদ শেষে প্রয়াতের কবর জিয়ারত, দুস্থ্য ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরন ও খাবার বিতরনের আয়োজন করা হয়। এতে পরিবারের সদস্য,রোটারী ক্লাব অফ আনন্দধারার ঢাকা-বাংলাদেশের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, রোটারী ইন্টার ন্যাশাল বাংলাদেশের প্রতিনিধি (ডি-৩২৮১) এর ডিসট্রিক গর্ভারমেন্ট মো. রুবায়েত হোসেন, এক্সিকিউটিভ ডিসট্রিক সেক্রেটারী মো. তসলিম জাহান নয়ন, টি.আই.এম নুরুল কবীর,আশরাফুজ্জামান নান্নু, সৈয়দ আবু নাসের ডিউক, সৈয়দ বুখারী, সৈয়দ আলী ও ক্লাবের অন্যান্ন নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক প্রমুখ।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, প্রয়াত লাভলীর স্বরনে শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্বার মাগফিরাত কামনা করেছেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন ভাঙ্গা পৌর মেয়র আবু ফয়েজ মো. রেজা, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয়রা।
গত পহেলা মে ২০১৬, তারিখে ঢাকার আঁগারগাও নিউরোলজী হাসপাতালে ব্রেইন ষ্ট্রোক জনিত কারনে তার মৃত্যু হয়।