ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৯:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রায়পুরায় নূর এন্টারপ্রাইজে দুধর্ষ চুরি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 11, 2021 - 12:01 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার

হারুনুর রশিদ বিশেষ প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় প্রতিনিয়ত ঘটে যাচ্ছে চুরির ঘটনা। শনিবার(৮জানুয়ারী২১) রায়পুরা পৌর এলাকায় রায়পুরা সরকারি কলেজ রোডে গৌরাঙ্গের মোর সংলগ্ন গ্যাসের দোকান মেসার্স নূর এন্টারপ্রাইজে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

প্রশাসনের নাকের ডগায় এমন ঘটনা নতুন নয়, এর আগেও পৌর এলাকায় তুলাতলীসহ বিভিন্ন ওয়ার্ডে দোকান ও বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। দোকানের সত্তাধিকারী রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ জানান, গত ৮জানুয়ারী শুক্রবার দিবাগত রাত ০৯টায় দোকান বন্দ করে তালা দিয়ে বাড়ী চলে যায় পরদিন ০৯জানুয়ারী দুপুর ০২টায় দোকান খুলতে গিয়ে দেখি সাটার নামানো কিন্তু তালা নেই। তখন সাটার উপরে উঠাইয়া দেখি দোকান থেকে বসুন্ধরা কোম্পানির গ্যাস ভর্তি ২৫টি গ্যাস সিলিন্ডার ও ক্যাশের তালা ভেঙে আট হাজার পাঁচশত টাকা চুরি করে নিয়ে যায়। উক্ত ব্যাপারে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা থানার এসআই মো. আলমগীর হোসেন।
চুরির ঘটনায় রায়পুরা থানা পুলিশের সাথে যোগাযোগ করলে সেকেন্ড অফিসার দেব দুলাল জানান, অভিযোগ পেয়েছি চোরাই মাল উদ্ধার করার জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে।