ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৩:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিদ্যালয়ের জমি দখলে বাধা দেয়ার অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 11, 2021 - 7:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ, ব্যুরো প্রধান খুলনাঃ বাগেরহাট জেলার, কচুয়ায় বিদ্যালয়ের জমি দখলে বাধা দেয়ার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের পাশের অন্য জমির মালিকের বিরুদ্ধে। সোমবার সকালে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসি এঅভিযোগ দায়ের করেন।

অভিযোগ পত্রে উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশক্রমে বিদ্যালয়ের সীমানা নির্ধারনের লক্ষে প্রায় ছয়মাস পুর্বে হাজরাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা নির্ধারনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে আমিন দ্বারা জমি মাপা হলে পাশর্বর্তী জমির মালিক বাদশা কাজীর জমির মধ্যে সারে আট ফুট জমি দেখা যায়। ওই সময়ে বিদ্যালয় কর্তৃপক্ষ দেড়ফুট জমি আপোষে ছেড়ে দিয়ে ৭ফুটে সীমানা পিলার বসান। প্রায় ৬মাস পুর্বে সীমানা পিলার দেয়া হলেও কোন আপত্বি করেননি। গত এক সপ্তাহ পুর্বে ওই জমিতে মাটি ভরাট করতে গেলে ওই বাদশা কাজী বাধা দেন।

এ ব্যাপারে বাদশা কাজী বলেন, আমার জমির মধ্যে ঢুকে মাটি ভরাট করে দখল করতে চায় একটি পক্ষ। এবিষয়ে আমি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদনও করেছি।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ কুমার দেবনাথ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক সমাধানের ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে।