বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় পানি সম্পদ উপ মন্ত্রী শামীম
হাকিকুল ইসলাম খোকন সিনিয়র সংবাদদাতা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গত ১১ জানুয়ারী সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় পানি সম্পদ উপ মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি প্রধান অতিথি, আওয়ামী লীগ নেতা এমএ করিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আলোচনা সভায় শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।