পীরগঞ্জে চাল চুরির মামলায় আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মঞ্জুর গ্রেফতার !
মাহমুদুল হাসান, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মন্ডলকে চাল চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ সকাল সাড়ে ৯ টায় ভেন্ডাবাড়ী এলাকা থেকে র্যাব রংপুর-১৩ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল বলে জানা গেছে।
উল্লেখ্য, ভেন্ডাবাড়ী ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলারের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে থানায় মামলা হয়েছিল। পরে ওই মামলায় মঞ্জুর হোসেনের সরকারি চাল কালো বাজারে বিক্রির সাথে জরিত থাকার প্রমানে চার্জশিটভুক্ত আসামী হন তিনি।