ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:০৫ অপরাহ্ন

মহেশখালীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১লক্ষ টাকা জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 12, 2021 - 4:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 84 বার

রকিয়ত উল্লাহ, মহেশখালী : কক্সবাজারের মহেশখালী উপজেলায় ছোট মহেশখালীতে নবাগত এসিল্যান্ড খোরশেদ চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের পাম্প বা ড্রেজিংয়ের ২টি সেলু মেশিন পানিতে ডুবিয়ে দেওয়া হয় ও পাইপগুলো নষ্ট করা হয়। এসময় অভিযানকালে বালু উত্তোলনের দায়ে ০২(দুই) জনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ০২(দুই) টি মামলায় ১০০০০০(এক লক্ষ) টাকা অর্থদণ্ড (জরিমানা) করা হয়। 

সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে উপজেলার ছোট মহেশখালীর ৪ নং ওয়ার্ডে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে কিছু প্রভাবশালী মহল। গত সোমবার একটি অভিযোগের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ চৌধুরী বলেন আমি মহেশখালীতে যোগদান করেছি দুইদিন হল। একটি অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের মেশিন নষ্ট করা হয় ও দুইজনকে ১লক্ষ টাকা জরিমানা করা হয় বলে জানান।