আশাশুনিতে মাদ্রাসা ছাত্রদের মাঝে কম্বল বিতরণ
আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি :আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গোবিন্দপুর আরার কাদাকাটি আদর্শ হাফিজীয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম এবং উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সহযোগিতায় ঐ মাদ্রাসার ২৭জন ছাত্রদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
আশাশুনি প্রেসক্লাবের সদস্য এম এম নুর আলম এর সার্বিক ব্যবস্থাপনায় কম্বল বিতরণকালে এসময় গোবিন্দপুর আরার কাদাকাটি আদর্শ হাফিজীয়া মাদ্রাসা ও গোবিন্দপুর জামে মসজিদের সভাপতি আজিজুল ইসলাম সরদার, সেক্রেটারী মহাসিনুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। কম্বল বিতরণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রুহের মাগফিরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এবং উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোবিন্দপুর আরার কাদাকাটি আদর্শ হাফিজীয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ শেখ আসলাম আলী।