ফ্রান্সের এসন বিভাগের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কৃতী সন্তান এনকে নয়ন
হেলিয়ান্থুস, ঢাকা : “Councilor of Development for the “Val d’Yerres Val de Seine Agglomeration” ফ্রান্সের এসন বিভাগের নবনির্বাচিত কাউন্সিলর অফ ডেভেলপমেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কৃতী সন্তান, ফ্রান্স বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, মানুষের পাশে মানবতার সাহতে যে সব সময় থাকেন, নয়ন এনকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলাদেশকে ফ্রান্সের মাটিতে এই অগ্রগতি সহ,আরো উন্নয়ন মুল্লক কাজ আপনার কাছ থেকে আশা করছি এবং বাংলাদেশেও অনেক উন্নয়ন করবেন আপনার কাছ থেকে আশা করছি। ফ্রান্সের আপনার শ্রম ঘাম দেখার মত। আশা করি,আপনার এই শ্রম ঘামের বিনিময়ের মাধ্যমে বাংলাদেশকে ফ্রান্সের মাটিতে অনেক দুর এগিয়ে নিয়ে যাবে।
নয়ন বাংলাদেশকে অনেক ভাবেই তুলে দরছে ফ্রান্সে, ফ্রান্সের এসন বিভাগের স্টিয়ারিং কমিটির সংবাদদাতা এবং ২০২১ সালের আঞ্চলিক ও বিভাগীয় নির্বাচনের জন্য ইলে–দ্য–ফ্রান্স আঞ্চলিক প্রচার দলের অন্যতম সদস্য হিসেবে কাজ করছে। আঞ্চলিক ও বিভাগীয় নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনীত করবার বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করছে।
ফ্রান্সে অনিয়মিতদের নিয়মিতকরণের দাবির আন্দোলনে বাংলাদেশ ও এশিয়া অঞ্চলকে রিপ্রেসেন্ট করছে এবং “Inter Service Migrants ” এর সামাজিক ও অর্থনৈতিক কমিটিতে নির্বাচিত।
আন্দোলনের ময়দানে আপনার উপস্থিতি সবাইকে অনুপ্রাণিত করে আরো ভালো করার জন্য, তাই আমরা চাই আপনি আমাদের পশে সব সময় থাকেন।
শুভ হোক আপনার আগামী দিনের পথ চলা