ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:০৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 13, 2021 - 11:41 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 92 বার

হাকিকুল ইসলাম খোকন : : ১০ জানুয়ারি বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। এইদিনে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন।

আর বাঙ্গালী অর্জন করেছিল বিজয়ের পূর্ণতা। এই পুন্যতায় জাতীর পিতা বংগবন্ধুর রাজনৈতিক দর্শনের বিভিন্ন সঠিক তথ্য ভিত্তিক তাৎপর্য পুন্য আলোচনা করেন -প্রধান অতিথি রাজনীতিক , গবেষক .লেখক ও সাংবাদিক সুভাশ সিংহরায়। তিনি তার বক্তব্য ভাব গাম্ভীর পরিবেশে ঐতিহাসিক ১০ জানুয়ারীর প্রেক্ষাপট তুলে ধরেন ।

গত ১০ জানুয়ারি (রবিবার) সন্ধ্যা ৭টায় ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে দিবসটি পালন করেন যুক্তরাস্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার ।অনুষ্ঠানের সকল শহীদের উদ্দেশে এক মিনিট নিরবতা পালন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সভায় সভাপতি ছিলেন শরিফ কামরুল আলম হিরা এবং পরিচালনা করেন এ্যাড: শাহ মো: বখতিয়ার।

উক্ত দিবসের আলোচনায় অংশ গ্রহণ করেন- বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মেরাজ, বীর মুক্তিযোদ্ধা ড : প্রদিপ কর, বীর মুক্তিযোদ্ধা ফারুক হুসাইন, বীর মুক্তিযোদ্ধা মিজান চৌধুরী , সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাদেকুল বদরুজজামান পান্ন, আশরাফুল হক, এমএ করিম জাহাঈীর, এ্যডভোকেট নিজাম উদিদন, জালাল উদ্দিন জলিল, কায়কোবাদ খান, মোঃ নাদের মাষ্টার।

আরো উপস্থিত ছিলেন- আখতার হোসেন, কায়কোবাদ খান, হাসান জিলানী, এম আক্তার হোসেন, মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বসির উদ্দিন, শহিদুল ইসলাম, মো: কালাম প্রমুখ ।