ভূরুঙ্গামারী তে বিদ্যুৎস্পৃষ্ট এক বৃদ্ধের মৃত্যু
আরিফুল ইসলাম জয়, স্টাফ রিপোর্টার : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ট্রান্সফরমারে আগুন লাগার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম জয়েন উদ্দিন মন্ডল (৬০)। সে একই গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত দেড়টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিটের থেকে একটি ট্রান্সফরমারে আগুন লাগে। এর ফলে ট্রান্সফরমারের সঙ্গে বিদ্যুৎ সংযুক্ত থাকা ৭টি বাড়ি বিদ্যুতায়িত হয় এবং পাশের একটি বাড়িতে আগুন লাগে। এসময় এলাকাবাসির চিৎকার শুনে বৃদ্ধ জয়েন উদ্দিন মন্ডল ঘর থেকে বের হওয়ার সময় তার ঘরের টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম কাওছার আলী দৈনিক নবোদয় কে জানান, বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাটি বিদ্যুতায়িত হওয়ায় এ মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে।
ভূরুঙ্গামারী থানার ওসি মুহা. আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।