যশোরে ভ্রাম্যমাণ আদালতে ৪জনকে জরিমানা,হিরা ব্রিকসের রিট নিয়ে জনমতে প্রশ্ন
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা উপজেলার অন্তগত বিভিন্ন ইট ভাটার মাটি ও ইট বহন করার জন্য ব্যবহারিত টলি বা মাহিন্দ্রের কারণে এলাকার রাস্তা নষ্ট হওয়ায় অভিযোগের উপর (বুধবার ১৩ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪জনকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত রহমান।
এসময় তিনি নাভারণ কুন্দিপুর হিরা ব্রিকস্রে কাগজপত্র দেখতে চাইলে।ভাটা কর্তৃপক্ষ তাকে হাইকোর্টের রির্টের কপি দেখান।তবে জনমতে একটি প্রশ্ন উঠেছে আদেও হাইকোর্টের রির্টের কপিটা সঠিক কিনা?
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত রহমান বলেন,নাভারণ-বায়সা সড়কে ইট ভাটার মাটি ও ইট বহন করার জন্য ব্যবহারিত টলি বা মাহিন্দ্রের কারণে এলাকার রাস্তা নষ্ট হওয়ায় অভিযোগের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় এনে ৪জন টলি বা মাহিন্দ্র ড্রাইভারকে ১হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ইট ভাটা মালিকদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে।তারা যেন আর টলি বা মাহিন্দ্রে করে মাটি আনা নেওয়া না করে। মাটি আনতে হলে ট্রাক ব্যবহার করতে হবে।
হিরা ব্রিকস্রে সম্পর্কে জানতে চাইলে তিনি আরো বলেন, আমি হিরা ব্রিকস্রে কাগজপত্র দেখেছি। কর্তৃপক্ষ আমাকে হাইকোর্টের রির্টের একটি কপি দেখিয়েছেন। যেহেতু তাদের নিকট হাইকোর্টের রিট রয়েছে। সেহেতু ওখানে হাইকোর্টের রিট বা নিষেধাজ্ঞা উপক্ষো করা যায় না।