ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা ■ পেলাম তোমায় ■

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 13, 2021 - 9:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 74 বার

– রিটন মোস্তফা

যেতে যেতে পথে
মানিক পেয়েছি তোমায় কুড়িয়ে।

নিয়েছি বুকে তোমারে
কি ভীষণ সে আলিঙ্গনে।

তুমি কি যে তুমি
গেছ মিশে কঠিন আবেগে।

ঝড় হয়,ঝড় বয়
মনেতে সারাক্ষণ কি যেন কি হয়।

পেয়েও বুকের গভীরে
হিন্দোল চলে,চলে দোলা মন জুড়ে।

আকাশে উড়াই ঘুড়ি
পাহাড় সম ইচ্ছে কথার ডালি।

এতো সে এতো ভালোবাসা
মন বলে এতোদিন কোথায় ছিলে।

বলে বলে অন্তরে অনুরণন
জানোনা তুমি কখন সে করছে স্মরণ।

এসো আরো গভীরে আসো
পেয়েছি যখন,বেঁধে নাও মনের মতন।