ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৫:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

হাটহাজারীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 13, 2021 - 10:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 87 বার

সুমন পল্লব,হাটহাজারী চট্টগ্রাম ঃ চট্টগ্রামের হাটহাজারীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম বীর মুক্তিযোদ্ধা সুবেদার কবির আহমেদ চৌধুরীকে রাষ্টীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৩জানুয়ারী) রাতে ৯টায় ৫৫মিনিটে পৌরসভার ১ নং ওয়ার্ডের কবির আহমেদ চৌধুরী বাড়ির বীর মুক্তিযোদ্ধা সুবেদার কবির আহমেদ চৌধুরীকে দেওয়া রাষ্টীয় সম্মান গার্ড অব অনার প্রদানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।

এসময় স্থানীয় মুক্তিযোদ্ধা হাটহাজারী মডেল থানা পুলিশ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জানাজা নামাজ শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, মরহুম বীর মুক্তিযোদ্ধা সুবেদার কবির আহমেদ চৌধুরী ১৩ জানুয়ারী দুপুর ২.৩০মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেন।