সিরাজগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক রঞ্জন গ্রেফতার
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রসংসদের দু’বারের নির্বাচিত সাবেক জিএস এবং বর্তমান সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম -সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে পুলিশ গ্রেফতার করেছে ।
বুধবার রাতে সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, বিএনপি নেতা রাশেদুল হাসান রঞ্জনের নামে দু’টি মামলায় ওয়ারেন্ট থাকায় রাতে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে ।