ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৬:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

লোহাগাড়ায় দুই প্রবাসী সংগঠনের শীতবস্ত্র বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 14, 2021 - 4:53 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 47 বার

কাইছার হামিদ তুষার,লোহাগাড়া(চট্টগ্রাম):-চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও ডায়মন্ড প্রবাসী গ্রুপের যৌথ উদ্যোগে ১৩ই জানুয়ারী বুধবার বিকাল ৪টায় ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় হলরুমে সমাজের ৩০০ জন অসহায় মানুষ ও শতাধিক ছিন্নমূল শিশুদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।

ডায়মন্ড প্রবাসী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ আব্বাস উদ্দিন ও শিল্পী খলিল উল্লাহ সোহাগের যৌথ পরিচালনায়,ডায়মন্ড প্রবাসী গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফারুক এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া রহমান জিকু।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন মাহমুদ,সোস্যাল ইসলামী ব্যাংক লোহাগাড়া শাখার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান,বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, গোলাম বারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম,যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন মানিক, ডায়মন্ড প্রবাসী গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুল শুক্কুর, ক্যাশিয়ার আবদুল আজিজ, সামরাজ ট্রাভেল এন্ড ট্যাুরসের এমডি এম এ ছিদ্দিক, সহ ক্যাশিয়ার মোহাম্মদ জাকারিয়া ও সদস্য মোহাম্মদ তারেক।