ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৬:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কালিয়ার এক গৃহবধূকে শ্লীলতাহানি, থানায় মামলা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 14, 2021 - 5:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 89 বার

কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চরমধুপুর গ্রামে এক গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ গৃহবধু বাদি হয়ে বাগুডাঙ্গা গ্রামের মৃত রত্তন কাজীর ছেলে অভিযুক্ত আামিনুর কাজীর (৩০) বিরুদ্ধে নড়াগাতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ১০ ধারায় বৃহস্পতিবার মামলা দায়ের করেছে।

মামলা সূত্রে জানা যায়, গৃহবধু শাশুড়ীর কাছ থেকে আমিনুর কাজী সিরিজ গাছ ক্রয় করে ১৩ জানুয়ারি বুধবার সকালে গাছ কাটতে যায়। গাছের পাশে কারেন্টের মিটার থাকায় সেটা সরিয়ে গাছ কেটে চলে যায়।পরে সন্ধ্যার পরে মিটার লাগানোর অজুহাতে আমিনুর কাজী ও একই গ্রামের কদর সিকদার ঐ গৃহবধুর শশুর বাড়িতে যায়।কদর সিকদার ও গৃহবধুর শাশুড়ী মিটার লাগাতে ব্যাস্ত থাকলে ঐ ফাঁকে আমিনুর কাজী গৃহবধু ঘরে প্রবেশ করে।তখন গৃহবধু ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় অভিযুক্ত আমিনুর গৃহবধুকে একা পেয়ে তার বুকের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং মুখ চেপে ধরে। তার পরনে থানা ওড়না দিয়ে হাত পা মুখ বেধে তার শরীলের বিভিন্ন স্থানে হাত লাগাতে থাকে । জোর জবরদস্তীর এক পর্যায়ে তার চিৎকারে লোজন এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে জায়।

এ ঘটনায় অভিযুক্ত আমিনুর কাজী পলাতক রয়েছে। নড়াগাতি থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, গৃহবধুর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।