সিংড়ায় ভূমিহীনদের মাঝে জমির দলিল হস্তান্তর
রাজু আহমেদ, সিংড়া: মুজিব শতবর্ষ উপলক্ষে সিংড়ার ৬০জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে ইউএনও’র কার্যালয়ে সেই ভূমিহীনদের মাঝে জমির দলিল হস্তান্তর করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) মো. রকিবুল হাসান, সাব-রেজিষ্ট্রার মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল আমিন সরকার প্রমূখ।
সিংড়ার ইউএনও এম.এম সামিরুল ইসলাম বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রতিটি ঘরহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান সরকার। এরই ধারা বাহিকতায় সিংড়া উপজেলায় ‘ক’ শ্রেণীর ভূমিহীন যাদের জমিও নেই বাড়িও নেই এমন ৬০জন পরিবারকে জমি ও ঘর বরাদ্দ দেয়া হচ্ছে।