খুলনা মোংলা মহা-সড়কে বাসের ধাক্কায় পথচারি নিহত
খ.ম. নাজাকাত হোসেন সবুজ, ব্যুরো প্রধান খুলনাঃ বাগেরহাট জেলাধীন খুলনা মোংলা মহা-সড়কে যাত্রীবাহি বাসের ধাক্কায় স্বপন বিহারী দাস (৫৭) নামের একজন কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টায় বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাসস্ট্যান্ডে এদুর্ঘটনা ঘটে। তিনি রনজিৎপুর গ্রামের মূতঃ বিপিন বিহারী দাস এর পুত্র। এসময় ভ্যান চালক ইকলাস (৩৪) সহ কমপক্ষে ৩জন আহত হয়েছেন। আহতদের-কে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপ-পুলিশ পরির্দশক (এস আই) ফিরোজুল ইসলাম প্রত্যাক্ষদর্শীর বরাত দিয়ে জানান, ওই দিন সকালে নিহত ব্যাক্তি সহ অন্যান্যরা ১টি ভ্যান যোগে চুলকাঠি বাজারে কাঁচামাল বিক্রয় করতে আসছিলেন। ভ্যান থেকে দাড়ানোর সাথে সাথে মংলা হতে খুলনাগামী একটি যাত্রীবাহি বাস তাদেরকে পিছন থেকে চাপা দিলে স্বপন বিহারী দাস সহ অন্যরা আহত হন। এসময় স্থানীয়রা তাঁকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃতঃ ঘোষনা করেন। ঘাতক বাসটি পালিয়ে গেছে(পিকেএ)।