ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:৩৫ অপরাহ্ন

ত্রিশালের কাঠাল ইউনিয়ন তাতীলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 15, 2021 - 12:48 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 85 বার

আরিফ রববানী ময়মনসিংহ : আগামী দিনে আওয়ামী রাজনীতিকে আরো এগিয়ে নিয়ে আওয়ামী লীগের রাজনীতি কে শক্তিশালী করে জাতির জনকের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে তারই সুযোগ্য কন্যা বিশ্বসেরা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের অন্যতম সংগঠন বাংলাদেশ তাতীলীগ ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়ন তাতীলীগ কে শক্তিশালী সংগঠনে পরিণত করার লক্ষ নিয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের নিয়ে এক বিশাল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ই জানুয়ারি বৃহস্পতিবার বিকালে কাঠাল ইউনিয়নের কালির বাজার ফাতেমা নগর ষ্টেশন চত্বরে আয়োজিত উক্ত পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক প্রবীণ রাজনীতিবিধ আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বী। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বী বলেন-

জাতির জনকের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মান ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা এবং আওয়ামী লীগ সভানেত্রী বিশ্বসেরা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বদ্ধ পরিকর। সে লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে সরকার। বর্তমানে দেশের বিভিন্ন খাতে যে অগ্রগতি ও উন্নতি সাধিত হয়েছে তা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অবদান। তাই আগামীতেও চলমান এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ কে শক্তিশালী সংগঠনে পরিণত করতে তাতীলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন।

উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বী আরো বলেন- জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাদকমুক্ত, সন্ত্রাস,জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনে সকলকে নিজ নিজ অবস্থানে থেকে কাজ করতে হবে।কারো সন্তান যেন মাদকাসক্ত ও চরিত্রহীন না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। সমাজ ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করতে বর্তমান প্রজম্মকে নৈতিকতা ও মুল্যবোধের শিক্ষায় শিক্ষিত করতে হবে।

ইউনিয়ন তাতীলীগের আহবায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুবুল আলম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফরিদুল আলম, আওয়ামী লীগ কানাডা শাখার সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম টমাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাজাহান মাষ্টার,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা,ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আবুল হোসেন,ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান হেলাল দেওয়ান,উপজেলা কৃষক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন উজ্জল,উপজেলা তাতীলীগের আহবায়ক নেয়ামত আলী খান, সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু,ইউনিয়ন উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি শাহনাজ পারভীন। ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন প্রমুখ। এছাড়াও সভায় অন্যান্যদের মাঝে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।