রাঙ্গুনিয়ায় উল্কা সংঘ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’র উদ্বোধন
ইসমাঈল হোসেন,রাঙ্গুনিয়া: চট্টগ্রামের ঐতিহ্যবাহী অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন উল্কা সংঘের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান ক্লাব মাঠে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী খেলায় বাকলিয়া ক্লাবকে ২ – ১ সেটে হারিয়ে জয়লাভ করে চুয়েট এস (১)। ২য় ম্যাচে বাকলিয়া ক্লাব (২) কে ২-১ সেটে হারিয়ে জয়লাভ করে মহামুণি জনি জুটি। সংগঠনের সভাপতি নুরুল আলম সওদাগরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সহকারি পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম। উদ্বোধক উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস। অতিথি ছিলেন চুয়েটের সহকারি রেজিস্ট্রার ফজলুর রহমান, ওমান বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী শামসুল আলম, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি আকাশ আহমেদ, চুয়েট স্টাফ এসোসিয়েশন সভাপতি জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ আবুল মনসুর, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী তালুকদার।
আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক ম রাশেদ হাসান, আবদুল্লাহ আল হান্নান, কাজী মোহাম্মদ নাজিম, মোহাম্মদ শাকিল, শামসুল আলম, নুরুল আবছার, মিজান মবিন, মুনতাসির মামুন, ইমরান হোসন প্রমুখ। খেলা পরিচালনা করেন মোহাম্মদ নুরুল আজম। উল্কা সংঘ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২১-এ ১৬টি দল অংশগ্রহণ করে।