ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ব্যারিস্টার সুমন একাডেমীর সাথে গোয়াইনঘাট উপজেলা ফুটবল দলের ৩-২ গোলের জয়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 15, 2021 - 11:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 77 বার

এম ছালেহীন, সিলেট প্রতিনিধি::সিলেটের গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার (১৫ জানুয়ারি) উপজেলার জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর সাথে গোয়াইনঘাট উপজেলা ফুটবল দলের এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

আয়োজনে ঘির উপজেলাবাসীর প্রত্যাশার কোন কমতি ছিল না। হতাশ করেনি উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ফুটবল দল। উপজেলা ক্রীড়া সংস্থার সুনিপুণ আয়োজনে জমজমাট একটি ম্যাচ উপহার দিতে সক্ষম হয় উভয় দলের খেলোয়াড়বৃন্দ।

নির্ধারিত সময়ের প্রথমার্ধের শুরুতেই ব্যারিস্টার সুমন একাডেমীর হয়ে দলীয় অধিনায়ক সুমন দূরপাল্লার চমৎকার একটি শটে নিজ দলকে এগিয়ে নেন। পরবর্তী সময়ে উভয় দলের বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া হলেও দৃষ্টিনন্দন একটি গোল উপহারের মাধ্যমে দলকে সমতায় ফেরান গোয়াইনঘাট উপজেলা ফুটবল দলের “রাইট উইংগার” খায়রুল। ১-১ গোলের সমতায় খেলার প্রথমার্ধ শেষ হলে দ্বিতীয়ার্ধের ম্যাচটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও প্যানাল্টির মাধ্যমে ব্যক্তিগত এবং দলীয় ২-১ গোলের ব্যবধান বাড়ান অধিনায়ক ব্যারিস্টার সুমন। কিন্তু সেই ব্যবধানটি ব্যারিস্টার সুমন একাডেমীর ডিফেন্ডাররা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। ফলস্বরূপ গোয়াইনঘাট উপজেলা ফুটবল দলের অধিনায়ক সুনামের পায়ের যাদুতে পরপর চমৎকার দুটি গোল উপহার পায় উপজেলা ফুটবল দল।

নির্ধারিত সময় শেষে ব্যবধান আর বাড়াতে না পারলে ৩-২ গোলের পরাজয় বরণ করতে হয় সুদূর হবিগঞ্জের চুনারুঘাট থেকে আসা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর খেলোয়াড়দের।

খেলা শেষে বিজয় উল্লাসে মেতে ওঠে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজারো দর্শক এবং গোয়াইনঘাট উপজেলা ফুটবল দল।

এ সময় প্রীতি ম্যাচটি মাঠে থেকে উপভোগ করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলম সহ প্রমুখ।

উক্ত প্রীতি ম্যাচের শুরুতে, মধ্যবিরতিতে এবং খেলা শেষে চমৎকার কথাশৈলীর মাধ্যমে আগত দর্শকদের অনুপ্রেরণা এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ করে উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক “কামরুল হাসান” যার অক্লান্ত পরিশ্রমে আয়োজনটি সাফল্যমন্ডিত হয়েছে, উনার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে সকলের কাছ থেকে বিদায় নেন তিনি।