মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়া পৌরসভা নির্বাচন
সেলিম আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট : মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়া পৌরসভা নির্বাচন । নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা নির্বাচন অফিস ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সব রকম প্রস্তুতি।
দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার নির্বাচনের আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ ও আনসারদের মত বিনিময় সভা করেন। অন্যদিকে নির্বাচন অফিস থেকে ভোট কেন্দ্রে প্রেরণ করা হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি।
দুই পৌরসভার মধ্যে কমলগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী ৪ জন। মেয়র প্রার্থীর মধ্যে মোঃ জুয়েল আহমদ (নৌকা), মোঃ আবুল হোসেন (ধানের শীষ), মোঃ আনোয়ার হোসেন (স্বতন্ত্র, নারিকেল গাছ), মোঃ হেলাল মিয়া (স্বতন্ত্র, জগ)সহ ৯টি ওয়ার্ডে ৩১ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন কাউন্সিলর প্রার্থীসহ মোট ৪৪ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। কমলগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৯০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ হাজার ৮৮৭ জন ও নারী ভোটারের সংখ্যা ৭ হাজার ১৮ জন। ৯টি ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
অপর দিকে জেলার কুলাউড়া পৌরসভা নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থীর মধ্যে সিপার উদ্দিন আহমদ (নৌকা), কামাল উদ্দিন আহমদ জুনেদ (ধানের শীষ), শফি আলম ইউনুছ (স্বতন্ত্র, নারিকেল গাছ), শাজান মিয়া (স্বতন্ত্র, জগ)সহ ৯টি ওয়ার্ডে ৩৩ জন সাধারণ কাউন্সিলর ও ১৬ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ৫৩ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশগ্রহণ করছেন।
কুলাউড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১০ হাজার ২৬৫ জন ও নারী ভোটারের সংখ্যা ১০ হাজার ৪৭২ জন। ৯টি ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রত্যেকটি ভোটকেন্দ্রে ১জন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও থাকবে ভ্রাম্যমান স্ট্রাইকিং ফোর্স। সবগুলো কেন্দ্রে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিথ হবে।