গৃহযুদ্ধের পতাকা নিয়ে ক্যাপিটলে ঢুকে পড়া সেই ব্যক্তি গ্রেপ্তার
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নজিরবিহীন হামলার সময় কনফেডারেট পতাকা প্রদর্শনকারী সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সমর্থক গৃহযুদ্ধকালীন এ পতাকা হাতে ক্যাপিটল হিলে ঢুকে পড়েছিল।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে ছেলেসহ কেভিন সিফ্রাইড নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে ১৪ জানুয়ারি বৃহস্পতিবার নিশ্চিত করেছে মার্কিন বিচার বিভাগ।
ক্যাপিটল হিলে হামলার ঘটনার ভিডিওতে দেখা গেছে, ভবনের ভেতরে ঢুকে একটি কাচের জানালায় ঘুষি মারছে কেভিন। তার আরেক হাতে ছিল আমেরিকার গৃহযুদ্ধের সময় প্রদর্শিত পতাকা, যেটি কনফেডারেট ব্যাটল ফ্ল্যাগ নামে পরিচিত।
সংরক্ষিত ভবনে বেআইনিভাবে ঢুকে পড়া, জোরপূর্বক প্রবেশ করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং সরকারি সম্পত্তি বিনষ্ট করার মতো একাধিক অভিযোগ আনা হয় ছেলেসহ কেভিনের বিরুদ্ধে।
৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলে অধিবেশন চলাকালীন ট্রাম্প সমর্থকেরা সেখান হামলা চালায়। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন মারা যান। এ ঘটনাকে মার্কিন ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।