কমলগঞ্জ পৌরসভায় আওয়ামীলীগের প্রার্থী জুয়েল দ্বিতীয় বারের মতো নির্বাচিত
রাজন আবেদীন রাজু মৌলভীবাজার প্রতিনিধি: শনিবার (১৬ জানুয়ারী) পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় ৫ হাজার ২৫৭টি ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।
আওয়ামীলীগের প্রার্থী জুয়েল আহমেদ, তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী বিদ্রোহী আওয়ামীলীগ প্রার্থী মোঃ হেলাল মিয়া ভোট পেয়েছেন ২ হাজার ৮০৬টি। মোট ভোট ১৩ হাজার ৯০১টি এর মধ্যে ভোট গ্রহণ হয়েছে ১১ হাজার ১৫১টি। শতকরা ৮১ দশমিক ১১ শতাংশ ভোট গ্রহণ হয়েছে। বাতিল হয়েছে ১৩৯টি।
৯টি কেন্দ্রে ভোট গণনা শেষে উপজেলা পরিষদ নিয়ন্ত্রণ কক্ষে কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে কেন্দ্র ভিত্তিক ফলাফল গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
কড়া নিরাপত্তায় শনিবার সকার ৮টা থেকে কমলগঞ্জ পৌরসভার ৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। কোন প্রকার বিশৃঙ্খল ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। উপস্থিতির দিকে নারী ভোটারদের সংখ্যা বেশি ছিলো।