আশাশুনিতে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান- মিলন
আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ আশাশুনি সদর ইউনিয়নের মানিকখালীতে ৮ দলীয় নক-আউট ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে মানিকখালী যুব সংঘের আয়োজনে ব্যাটমিন্টন টুনামেন্ট এর শুভ উদ্ভোধন করেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন।
আশাশুনি সদর ইউনিয়নের মানিকখালী যুব সংঘের আয়োজনে নক-আউট ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাসেল,কৃষ্ণ জুটি এবং রানার্সআপ হয় রাব্বি,সামিউল জুটি। উদ্বোধনকালে ইউপি চেয়ারম্যান মিলন বলেন, আশাশুনি সদর ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি।তিনি ইউনিয়নের অসমাপ্ত কাজ সম্পন্ন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ইউপি নির্বাচনে তাকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহিনুর ইসলাম, সমাজসেবক রুহুল কুদ্দুস, যুবলীগ নেতা পরেশ অধিকারী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি তৈবুর রহমান তৈবার, যুব সংঘের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।