ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৭:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে থেমে নেই অবৈধ কয়লার চুল্লীর ব্যবসা, আজও ধ্বংস ৪টি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 16, 2021 - 9:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 165 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় থেমে নেই অবৈধ কয়লার চুল্লী ব্যবসায়৷ একের পর এক কয়লার চুল্লী ধ্বংস করার পরও অবৈধ ব্যবসায়ীরা নিচ্ছেন বিভিন্ন কৌশল। মানুষের কোলাহল থেকে বহুদূরে বনের ভিতর এই কয়লার চুল্লী কারখানা গড়ে তুলছে কিছু অসাধু ব্যবসায়ী।

মির্জাপুর উপজেলায় এর আগেও বাঁশ তৈল ইউনিয়নের প্রায় ১৬ টি কয়লার চুল্লী ধ্বংস করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
১৬-০১-২০২১ শনিবার বিকলে নতুন করে আবার আজগানা ইউনিয়নের মহিষবাতা এলাকায় অবৈধ কয়লার চুল্লী চালানোর অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ টি কয়লার চুল্লী ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো.জুবায়ের হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের মহিষবাতান এলাকায় যাই। বনের ভিতর ২ কিলোমিটার হেটে আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অবৈধ কয়লার চুল্লী ব্যবসায়ীরা। এজন্য কাউকে ধরতে বা জরিমানা ও করতে পারি নাই পরে ৪টি কয়লার চুল্লী ধ্বংস করি। এইসব ব্যবসায়ীকে চিন্হিত করে আইনগত ব্যবস্থা গ্রহন করব, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।