যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের আনুষ্ঠানিকভাবে যোগদান
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ১৫ জানুয়ারি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে যোগদান করেছেন।
দূতাবাসের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। তিনি রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন-এর স্থলাভিষিক্ত হলেন। দূতাবাসে আগমনের পর রাষ্ট্রদূত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে বঙ্গবন্ধু অডিটরিয়ামে রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সাধারণ সভায় বক্তব্য রাখেন। রাষ্ট্রদূত ইসলাম সকলকে নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ অবদান রাখার আহ্বান জানান।
তিনি কর্মকর্তাদের সাথে পৃথক সভা করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন।
রাষ্ট্রদূত কনস্যুলার সেবার অধিকতর উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধির উপরও বিশেষ গুরুত্ব প্রদান করেন।
রাষ্ট্রদূত ইসলাম নতুন দায়িত্ব গ্রহণের জন্য ৮ জানুয়ারি ওয়াশিংটন আগমন করেন।