চট্টগ্রাম কিশোর গ্যাং প্রধান শরীফ গ্রেফতার,
মোঃ শহিদুল ইসলাম (শহিদ), সিনিয়র স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:-চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর গণসংযোগ শুরুর আগে সেখানে অপেক্ষারত আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় পুলিশের তালিকাভুক্ত ‘কিশোর গ্যাং লিডার’ মো. শরীফকে (৩০) গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
গ্রেফতারকৃত শরীফ লালখানবাজারের বাঘঘোনা এম আর সিদ্দিক গেইট এলাকার বাসিন্দা মো. রহিমের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, গত শনিবার বিকেলে লালখানবাজার এলাকায় সংঘর্ষের ঘটনায় দুইটি মামলা দায়ের হয়েছে।
রাতে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে শরীফকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করছে। শরীফকে এর আগেও কয়েকবার গ্রেফতার করা হয়েছিল।