ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মস্কো ফিরেই গ্রেফতার বিরোধী দলীয় নেতা নাভালনি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 18, 2021 - 11:39 am
  • পঠিত হয়েছে: 69 বার

নবোদয় ডেস্ক : রাশিয়ার মস্কোতে ফিরেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালনি। রোববার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টায় তাকে মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

আলেক্সেই নাভালনির মুখপাত্র কীরা ইয়ারমিশ এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। টুইট বার্তায় তিনি লেখেন, বিমানবন্দর থেকে পুলিশ আলেক্সেই নাভালনিকে গ্রেফতার করেছে। তার সঙ্গে কাউকে দেখা করার সুযোগও দেওয়া হচ্ছে না।

গ্রেফতারের ঝুঁকি নিয়েই প্রায় পাঁচ মাস পর জার্মানির বার্লিন থেকে উড়োজাহাজে রাশিয়ায় ফিরে এসেছিলেন নাভালনি। এর আগে গত বছর বিষ প্রয়োগে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, নাভালনি ও তার স্ত্রী স্থানীয় সময় রাত ৮টার পরই মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে নামেন। তাদের প্লেন নামার কথা ছিল নুকোভো বিমানবন্দরে। সেখানে তাদের স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন শত শত সমর্থক। কিন্তু নাভালনির প্লেন সেখানে নামতে না দিয়ে শেরেমিতিয়েভোয় সরিয়ে নেওয়া হয়। নুকোভো বিমানবন্দরে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে এবং টার্মিনাল থেকে লোকজনকে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত বছরের আগস্টে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সার্বিয়া থেকে মস্কো ফেরার সময় এককাপ চা পানের পরই অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন নাভালনি। বিমানবন্দর থেকে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার পরিবর্তন না হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জার্মানি নিয়ে যাওয়া হয়। সেখানেই পরীক্ষায় জানায় যায়, সোভিয়েত আমলে তৈরি বিষাক্ত নার্ভ এজেন্ট নোভিচক দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।

গত বুধবার নিজের ইন্সটাগ্রামে এক পোস্টে রাশিয়ায় ফেরা এবং পুনরায় রাজনীতি শুরুর কথা জানান এই নেতা। ক্রেমলিন থেকেও তার ফেরার বিষয়ে কোনো আপত্তি নেই বলে জানানো হয়।