ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফেনীতে পলিটেকনিক শিক্ষার্থীরা চার দফা দাবিতে মহাসড়ক অবরোধ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 18, 2021 - 9:47 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 66 বার

ফেনী প্রতিনিধি : ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার দফা দাবিতে পলিটেকনিকের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ রাখে।

সোমবার (১৮ জানুয়ারি) এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়। কারিগরি ছাত্র অধিকার আন্দোলন ব্যানারে অটোপাশসহ চার দফা দাবিতে বিক্ষোভ করে সরকারি-বেসরকারি পলিটেকনিকের ছাত্ররা। এতে ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরা।
শিক্ষার্থীদের দাবি তাদেরকে অন্যান্য শিক্ষার্থীদের মতো অটো পাস দিতে হবে। না হয় তারা এভাবে আন্দোলন চালিয়ে যাবে। তারা আরো দাবি করেন, কাউকে অটো পাস দিবে আর কাউকে দিবে না এমন বৈষম্য হতে পারে না। কারিগরি ছাত্র অধিকার আন্দোলনের শিক্ষার্থী জাকারিয়া বলেন, তাদের চার দফা দাবি হচ্ছে, কোনভাবেই তারা এক বছর ক্ষতি মানবে না। স্থগিত হওয়া তৃতীয় চতুর্থ ও ষষ্ঠ পর্বের তাত্ত্বিক পরীক্ষাগুলোকে অটোপাস দিয়ে ব্যবহারিক পরীক্ষাগুলো পরবর্তী পর্বের সাথে সংযুক্ত করে দেয়া হোক এবং প্রথম তৃতীয় পঞ্চম ৭ম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে। অতিরিক্ত ফি প্রত্যাহার এবং প্রাইভেট পলিটেকনিক এর সেমিস্টার ফি মওকুফ করতে হবে। সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য আসন বরাদ্দ করতে হবে।

মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, মহাসড়কে সড়ক অবরোধের কথাশুনামাত্রই আমরা সেখানে উপস্থিত হই।সেখানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। মুহুর্তের মধ্যে আমরা পুলিশ প্রশাসন তাদের সাথে আলোচনা করে যান যান চলাচল স্বাভাবিক করে দেয়া হয়।