ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:০৯ অপরাহ্ন

বাইডেনের ৮ বছর মেয়াদি পরিকল্পনা অনিবন্ধিত অভিবাসীদের নিয়ে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 19, 2021 - 8:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 122 বার

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্বগ্রহণের প্রথম দিনেই একটি বিস্তৃত অভিবাসন বিল প্রস্তাবের পরিকল্পনা করেছেন। এতে দেশটিতে বসবাসরত এক কোটি ১০ লাখ অনিবন্ধিত অভিবাসীর আট বছরের মধ্যে বৈধ হওয়ার সুযোগ তৈরি হবে।

কট্টর অভিবাসনবিরোধী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পূর্ণ বিপরীতে গিয়ে এই আইনটির প্রস্তাব করতে যাচ্ছেন তিনি। ২০ জানুয়ারি (বুধবার) বাইডেনের অভিষেকের মধ্য দিয়ে ট্রাম্পের চার বছরের মেয়াদের ইতি ঘটতে যাচ্ছে।

ট্রাম্পের সময়ে যুক্তরাষ্ট্রের যেসব নীতি বদলে ফেলা হয়েছিল, সেগুলো আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি করোনাভাইরাস মহামারি শুরুর আগে থেকেই দিয়ে আসছিলেন বাইডেন।

২০১৬ সালে প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে অভিবাসনের নিয়ম বদলাতে তৎপর হন রিপাবলিকান ট্রাম্প।

সে সময় সাতটি মুসলিম প্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্রে ঢোকার পথ বন্ধ হয়ে যায়। বর্তমানে মেট ১৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে কড়াকড়ি চলছে।