ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৫:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

হাকিমপুর প্রেসক্লাবের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 20, 2021 - 3:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 90 বার

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধি :কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিনাজপুরের হিলিতে হাকিমপুর প্রেসক্লাবের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় প্রেসক্লাবে ভবনে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুর সঞ্চলনায় ও সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-উর-রশিদ হারুন, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হিলি আজিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ শামসুল হুদা খান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাপ, বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ, হাকিমপুর প্রেসকাবের সাবেক সভাপতি অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি ডাঃ আলতাফ হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য মুরাদ ইমাম কবির প্রমুখ।