ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৭:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চট্টগ্রামের উত্তর বন বিভাগের ভুমি দস্যুদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 20, 2021 - 3:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 76 বার

সুমন পল্লব, হাটহাজারী, চট্টগ্রাম :  চট্টগ্রামের উত্তর বন বিভাগের ভুমি দস্যুদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার(১৯জানুয়ারী) বিকেলে হাটহাজারী ফটিক ছড়ি সড়কে নারায়নহাট রেন্জ ও হাসনাবাদ রেন্জ স্টেষন এর যৌথ অভিযান পরিচালনা করে ২একর জমি উদ্ধার করা হয়। যার মুল্য ২কোটি টাকা।

বন বিভাগ সুত্রে জানা যায়,চট্টগ্রামের উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকতা এ জে,এম হাসানুরজ্জামান সার্বিক তত্বাবধানে হাটহাজারী -ফটিক ছড়ি সড়কে নারায়নহাট রেন্জ ও হাসনাবাদ রেন্জ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অংশগ্রহণ করেন হাটহাজারী রেন্জের ষ্টেষন অফিসার মোঃফজলুল কাদের চৌধুরী, ডিপো কর্মকর্তা খন্দকার মনিরুল ইসলাম,নারায়নহাট রেন্জ কর্মকর্তা সুরজিত চৌধুরী, নারায়ণ হাট বিট কর্মকর্তা পল্লব কুমার সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সময় পাকা দালান উচ্ছেদ ফেলা হয় এবং বন বিভাগের ২একর জমি উদ্ধার করা হয়।যার মুল্য আনুমানিক ১কোটি টাকা।

এ ব্যাপারে হাটহাজারী রেন্জের ষ্টেষন অফিসার মোঃফজলুল কাদের চৌধুরী জানান,দীর্ঘদিন ধরে জনৈক ভুমিদস্যু বন বিভাগের জায়গা দখল করে পাকা ভবন তৈরি করে বসবাস করে আসছিল।
বহু বার বলার পরও ঐ ভুমিদস্যু কর্ণপাত না করায় গত মঙ্গলবার অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হয়।