ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৫১ অপরাহ্ন

কুলাউড়ায় মুজিব বর্ষের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার প্রস্তুত পাকা ঘর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 20, 2021 - 10:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 103 বার

সেলিম আহমেদ,সিনিয়র করেসপন্ডেন্ট: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ১১০ জন ভূমিহীন ও হতদরিদ্র মানুষ পাবেন মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার জমিসহ পাকা ঘর। ইতোমধ্যে ঘর নির্মাণ কাজ শেষ। চোখ ধাঁধানো রং করাও হয়েছে। সবকিছু প্রস্তুত। কেবল ঘরে উঠার অপেক্ষায় উপকারভোগীরা।

কুলাউড়া ইউএনও অফিস সুত্রে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিব বষর্’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুলাউড়া উপজেলায় প্রথম পর্যায়ে ১১০ জন হতদরিদ্র মানুষকে জমিসহ নতুন পাকা ঘর উপহার দিচ্ছেন। উপজেলার শরীফপুর ইউনিয়নে ৩০ টি, পৃথিমপাশা ইউনিয়নে ৩০টি, রাউৎগাঁও ইউনিয়নে ১২টি, ব্রাহ্মণবাজার ইউনিয়নের লংলা খাসে ১১টি, হাজীপুর ইউনিয়নের রনচাপে ৮টি, জয়চন্ডী ইউনিয়নে ৫টি, কর্মধা ইউনিয়নে ৫টি, টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুরে ৪টি এবং ভাটেরা ইউনিয়নে ৪টিসহ মোট ১১০ টি ঘর নির্মাণ করা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, প্রতিদিন ঘরগুলো দেখতে এলাকার লোকজন ভীড় করে। সরকারে এধরনের উদ্যোগ সাধারণ মানুষ খুব খুশি। “সরকার কতটা আন্তরিক হলে সর্বস্বহারা মানুষকে জমিসহ পাকা ঘর নির্মাণ করে দেয়” এমনসব কথা এখন মানুষের মুখে মুখে।

কুলাউড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী জানান, ঘরগুলোর নির্মাণকাজ ইতোমধ্যে প্রায় শেষ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমেই হতদরিদ্র মানুষের হাতে ঘরগুলোর মালিকানা দলিল ও চাবি হস্তান্তর করা হবে।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, অতি অল্প সময়ে ঘরগুলোর নির্মাণ কাজ শেষ হলেও, ঘরগুলো অত্যন্ত মানসম্পন্ন হয়েছে। আগামী ২৩ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘরগুলোর উদ্বোধন করবেন। কারা কারা ঘর পাবেন? সেই তালিকাও উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে করা হয়েছে।