হবিগঞ্জে ৫টি ইট ভাটাকে লক্ষাধিক টাকা জরিমানা
হুমায়ুন কবির মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি ঃঃ ইটের সাইজ ছোট দেয়া হচ্ছে। দীর্ঘদিন ধরেই ভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে আসছিল। এ নিয়ে কয়েকবার সতর্কও করে প্রশাসন। কিন্তু ভাতা কর্তৃপক্ষ এতে কোন সাড়া দেয়নি।
অবশেষে সদর ও বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইটের সাইজ সঠিক না থাকায় ৫টি ভাটা মালিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা’ এ জরিমানা আদায় করেন। ভ্রম্যামান আদালতকে সহযোগিতা করেন র্যাব-৯ এর একটি টিম।
সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, অভিযানকালে ৫টি ইটভাটায় ইটের সঠিক সাইজ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫ টি ইটভাটাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদেরকে সতর্কও করে দেয়া হয়েছে।
জরিমানাকৃত ভাটাগুলো হল, নিউ পদ্মা ব্রীকস ১৫ হাজার, সুজাত ব্রীকস ২৫ হাজার, পলাশ ব্রীকস ২৫ হাজার, নাভিল ব্রীকস ২০ হাজার ও মেট্রো ব্রীকস ২৫ হাজার টাকা।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।