বগুড়া ধুনটে যমুনা নদী থেকে বালু উত্তোলন করায় জেল জরিমানা
মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট,বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলার ধুনট উপজেলায় যমুনা নদী থেকে বালু উত্তোলন করায় ২ জন বালু ব্যবসায়ীকে নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড ও ৪ জনকে ৭ দিনের জেল প্রদান করা হয়েছে ।
জানা যায়, বগুড়া জেলার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ী ইউনিয়নের শহরাবাড়ী ঘাট এলাকায় বিভিন্ন জায়গা হতে আসা কিছু অসাধু ব্যবসায়ী যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ জন বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে ২ জনকে ১ লক্ষ টাকা অর্থদন্ড ও ৪ জনকে ৭ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত । এই ঘটনাটি ঘটে অদ্য ২০/০১/২০২১ইং বুধবার সকাল ৭ ঘটিকার সময় ।গোপন সুএে সংবাদ পাওয়া যায় উপজেলার শহরাবাড়ী ঘাট, আওলাকান্দি ঘাট, এলাকায় দীর্ঘদিন যাবৎ কিছু অসাধু বালু ব্যবসায়ীগণ অবৈধ ভাবে বালু উত্তোলন ও বালু বিক্রয় আসছেন।
ব্যবসায়ীগণ দিনে এবং রাতের অন্ধকারে যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও চরকেটে বালু বিক্রয় করছেন। অবৈধ ভাবে বালু উত্তোলন করার ফলে নদীর তীরবর্তী মানুষের বসতবাড়ী, কৃৃষি ফসলি জমিসহ বন্যা নিয়ন্ত্রন বাঁধ হুমকীর সম্মুখীন হচ্ছে বলে এলাকার জনসাধারণ এ বিষয়ে একটি অভিযোগ ও করেন। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজেষ্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত।
তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলনকারী ২ জনকে ৫০ হাজার করে, ১ লক্ষ টাকা অর্থদন্ড ও ৪ জনকে ৭ দিনের বিনাশ্রম জেল প্রদান করেন। অর্থদন্ড প্রাপ্ত ব্যক্তি হলেন : টাঙ্গাইল জেলার,ভূয়া পুর উপজেলার কুটিবাড়ী গ্রামের ফজল শেখের ছেলে রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন, ভূয়াপুর উপজেলার খানুশ বাড়ী গ্রামের আজিজের ছেলে বেলাল হোসেনকে ৭ দিনের বিনাশ্রম জেল প্রদান করেন, সিরাজগঞ্জ জেলার,সদর উপজেলার ধানবান্ধী গ্রামের অহেদ আলীর ছেলে আব্দুল হামিদকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার আওলাকান্দি গ্রামের কামাল হোসের ছেলে নাছিম হোসেন, একই গ্রামের পুন্য প্রামানিকের ছেলে কামালকে ও বগুড়া জেলার ধুনট সরকার পাড়ার অজয় সরকারের ছেলে সবুজ সরকারসহ ৪ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সিরাজগঞ্জ সদর নৌথানার ওসি বাবর আলী খান গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার ধুনট উপজেলার আওলা কান্দি/ শহরাবাড়ী ঘাট এলাকা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনকারী ব্যবসায়ীদের গ্রেফতার করেন।