ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১০:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

গণসংযোগে স্বতন্ত্র কাউন্সিলর পদপ্রার্থী লায়ন মোহাম্মদ ইলিয়াস

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 21, 2021 - 1:46 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 58 বার

মোঃ শহিদুল ইসলাম  শহিদ সিনিয়র স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:- আসন্ন চসিক নির্বাচনের মাঠ এখন জমজমাট। দলীয় নমিনেশন নিয়ে প্রার্থীরা যেমন মাঠে আছেন তেমনি পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও চষে বেড়াচ্ছেন মূল সড়ক সহ ওয়ার্ড এলাকার সকল অলিগলি।

এসময় তারা বাড়ী বাড়ী গিয়ে তাদের নির্বাচনী লিফলেট বিতরণ করেন এবং সকলের দোয়া কামনা করেন। নগরীর ২৬ নং ওয়ার্ডের ঘুড়ি মার্কা নিয়ে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী লায়ন মোঃ ইলিয়াস গণ সংযোগ করেছেন। এসময় তার সাথে ছিলেন ২৬ নং ওয়ার্ড এর পূর্ব সুন্ধরী

পাড়া মহল্লা কমিটির সভাপতি এবং চট্টগ্রামে মহান বিজয় দিবসের দীর্ঘতম ১৬০০ ফুট দীর্ঘ পতাকা নির্মাতা স্থানীয় জনপ্রিয় নেতা হাজী জহিরুল আলম। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ,নাছির উদ্দীন, জানে আলম বতু, ফেরদৌস, আসফাকুল আলম আসফাক, এম.এ. হাসেম, সুমন দিদার , নাঈম, আরিফ সহ শত শত শুভানুধ্যায়ী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আল্লাহ যদি আমার উপর রহম করেন এবং আমাকে নির্বাচিত করেন তবে ২৬ নং ওয়ার্ড দেখবে, পুরো চট্টগ্রাম বাসী। আমি প্রতিশ্রুতি বদ্ধ সাধারণ মানুষের কাছে। তাই নির্বাচিত হলে যে কোন মূল্যে আমাকে আমার কাজ নিয়ে জনগণের পাশে দাড়িয়ে তাদের সুখ দুঃখের ভাগীদার হতে হবে। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। এছাড়াও ২৬ নং ওয়ার্ডের আরেক জনপ্রিয় নেতা হাজী জহিরুল আলম বলেন সাধারণ জনগণকে নিয়েই নির্বাচন।

জনগণ যাকে চাইবেন তিনিই নির্বাচিত হবেন। আমাদের লায়ন মোঃ ইলিয়াস ভাই নির্বাচিত হলে এই এলাকায় প্রথম যে কাজটি উনার মাধ্যমে আমরা করবো তা হলো অত্র এলাকায় আমরা একটি ফ্রী, প্রাথমিক স্বাস্থ কেন্দ্র করবো। এখানেই শেষ নয় আমরা জনগণকে সাথে নিয়ে ২৬ নং ওয়ার্ডকে আধুনিকভাবে সজ্জিত করবো যেন পুরো চট্টগ্রাম বাসীর কাছে ২৬ নং ওয়ার্ড একটি রোল মডেল হয়ে থাকে।