কাচঁপুর ব্রিজের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করল হাইওয়ে থানা পুলিশ
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে দড়িকান্দি এলাকা থেকে আনুমানিক ৩৫ বছরের অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরে মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন,মহাসড়কের পাশে লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের মুখে ও মাথায় জখম রয়েছে।এখনো পর্যন্ত নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।